আমরা সবাই চাই যে আমাদের জীবন সুন্দর হোক। আর তাই সেটাই কিভাবে করবেন তা জানাতে এসেছি So let’s start

At first – আমার সবাই সকালে ঘুম থেকে উঠে আগে আমাদের ফোন হাতে তুলে নিয়ে এবং ব্যবহার করতে থাকি কিন্তু আপনারা কি জানেন যে এতে আমরা সবাই মিলে অজান্তেই আমাদের দিনটা কতটা বিষন্ন বা খারাপ করে তুলি। চলুন জেনে নিয় সকলে ফোন ব্যবহারের কুফল। —–

1) সকালে উঠে ফোন ব্যবহার করার ফলে আমাদের সারা দিনের কাজ করার এনার্জি অনেক কমে যায় ফল সরাসরি আমাদের জীবনে আসে।

2) যেকোনো ধরণের কাজে বিরক্তিকর বোধহয়। কোনো কাজে মন বসতে চায়না।

3) মগজ খিটখিটে হয়ে থাকে এবং ঘুম ঠিকঠাকভাবে হয় না। এছাড়াও ছাত্র জীবনে এর প্রভাব প্রচুর পরিমাণে ফেলে। পড়াশোনা মন বসতে চাইনা। -ফলে খারাপ রেজাল্ট হয়।

At last – ফোনতো অনেক জরুরি কিন্তু তার ব্যবহার নিদিষ্ট সময় মতো করা দরকার।

আরো জানতে চাইলে কমন্ট করুন। আর কোন রকমের জানকারীর প্রয়োজনে comment. Ok bye and Thanks

Leave a Comment